আফগান সীমান্তে ‘ভারত-সমর্থিত’ ৩০ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের

আফগানিস্তান সীমান্তবর্তী গোলযোগপূর্ণ খাইবার-পাখতুনখোয়া প্রদেশে কমপক্ষে ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
দেশটির সেনাবাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে বলেছে, গত তিন দিনে সীমান্ত এলাকার কাছে ভারতীয় প্রক্সি'র অন্তর্গত সন্ত্রাসীদের একটি বৃহৎ দলের গতিবিধি শনাক্ত করা হয়। আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় এদের মধ্যে ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে, মাত্র কয়েকদিন আগে একই অঞ্চলে এক আত্মঘাতী হামলায় ১৬ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছিল।
পাকিস্তানি সেনাবাহিনীর মতে, নিহত সন্ত্রাসীরা 'পাকিস্তান তালেবান' বা তাদের সহযোগী সংগঠনের সদস্য ছিলেন।
গত সপ্তাহেও এই সশস্ত্র দলটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার 'অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করার' জন্য তার দেশের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, 'আমরা দেশ থেকে সকল ধরণের সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।'
প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী উভয়ের বিবৃতিতেই ভারতকে এসব যোদ্ধাদের সমর্থনের জন্য দায়ী করা হয়েছে। যদিও নয়াদিল্লি এখনো সর্বশেষ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সাম্প্রতিক মাসগুলোতে পারমাণবিক শক্তিধর প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ধরনের অভিযোগও বৃদ্ধি পেয়েছে।
Comments