দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লি জে-মিয়ংয়ের জয়ের আভাস

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লিবারেল প্রার্থী লি জে-মিয়ং বিপুল ব্যবধানে এগিয়ে আছেন বলে জানিয়েছে এক্সিট পোল।
দেশের তিনটি প্রধান টেলিভিশন চ্যানেল—কেবিএস, এমবিসি এবং এসবিএস এর যৌথভাবে পরিচালিত এই এক্সিট পোল অনুযায়ী, লি জে-মিয়ং পেয়েছেন মোট ভোটের ৫১.৭ শতাংশ। এর বিপরীতে, তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল প্রার্থী কিম মুন সু পেয়েছেন মাত্র ৩৯.৩ শতাংশ ভোট। নির্বাচনের এই ফলাফল দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এপ্রিল মাসে তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সামরিক শাসন জারির ব্যর্থ চেষ্টার কারণে তাকে পদ থেকে অপসারণ করার পর এই নির্বাচনটি অনুষ্ঠিত হলো। তাঁর স্থলাভিষিক্ত বেছে নিতে তড়িঘড়ি এই নির্বাচন আয়োজন করা হয়। লি জে-মিয়ংয়ের এই সম্ভাব্য জয়ে উল্লাস ছড়িয়ে পড়ে জাতীয় সংসদ ভবনে অবস্থিত ডেমোক্রেটিক পার্টির কক্ষে। এক্সিট পোলের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠেন দলীয় নেতাকর্মীরা।
নির্বাচন বিশ্লেষকরা ধারণা করছেন, কিম মুন সু-র খারাপ ফলাফলের একটি বড় কারণ ছিল রিফর্ম পার্টির নেতা লি জুন-সকের সঙ্গে মিলে কাজ না করা। যদি তারা একসাথে লড়তেন, তাহলে ডানপন্থী ভোট ভাগ হতো না। কিন্তু তা না হওয়ায় ভোট বিভক্ত হয়ে যায়, আর সেই সুযোগে লি জে-মিয়ং সুবিধা পান এবং এগিয়ে যান। দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে এই পরিবর্তন শুধু একটি সরকারের নয়, বরং এক নতুন দিকের সূচনা বলে মনে করছেন বিশ্লেষকরা।
তথ্যসূত্র: আল জাজিরা
Comments