ইরানে এক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় আইআরজিসি পাঁচ সদস্য নিহত
ইরানের দক্ষিণাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সীমান্তবর্তী এক ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পাঁচ সদস্য নিহত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সিস্তান-বেলুচিস্তানের গভর্নর-জেনারেল মনসুর বিজার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, রোববার সন্ধ্যা নাগাদ ইরান-পাকিস্তান সীমান্তের কাছে সারাভ্যানের সিরকানে এক ওয়াচটাওয়ারে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে আইআরজিসির বাসিজ আধাসামরিক বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে।
বিজার জানান, নিহতদের সবাই স্থানীয় বেলুচের সুন্নি মুসলিম। তিনি দাবি করেছেন, হামলাকারীরা বেলুচও না সুন্নিও না, তারা প্রতিবেশী দেশ থেকে এসেছে। নিহতরা হচ্ছেন, আব্দুলরহমান বালুচজাহি, শাহবাকশ বালুচজাহি, আবদুল্লাহ বালুচজাহি, ওয়াহিদ বালুচজাহি এবং বশির সিপাহি।
আইআরজিসি'র স্থল বাহিনী এক ঘোষণায় বিবৃতিতে জানিয়েছে, হামলাকারীরা ধরাছোঁয়ার বাইরে এবং বিপ্লবী গার্ড তাদের ধরতে অভিযান শুরু করেছে।
স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, আইআরজিসি সারাভ্যান শহরে সন্ত্রাসীদের ধরতে ড্রোন উড়াচ্ছে। তবে এই সন্ত্রাসী হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।