আইনি জটিলতায় সুহানা

অভিনেত্রী সুহানা খান আইনি জটিলতায় জড়িয়েছেন। বলিউড মেগাস্টার শাহরুখ খান কন্যা সুহানা ভারতের আলিবাগে একটি জমি কেনা নিয়ে সমস্যায় পড়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, প্রায় ১৩ কোটি রুপি দিয়ে একটি জমি কিনেছিলেন সুহানা। যে জমির মালিকানা রয়েছে ভারতীয় প্রশাসনের কাছে।
জানা যায়, ওই জমি কেবল কৃষকদের কৃষিকাজের জন্য। কিন্তু সুহানা বলছেন, তিন বোন— অঞ্জলি, রেখা ও প্রিয়ার থেকে এ জমি কিনেছেন তিনি। তাদের জমিটি বাবা-মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ছিল।
এদিকে জমি কেনার পর প্রায় ৭৮ লাখ রুপি দিয়ে ইতিমধ্যে জমির স্ট্যাম্প ডিউটি শেষ করেছেন সুহানা। জমির নথিতে অবশ্য সুহানাকে দেখানো হয়েছে একজন কৃষক হিসেবে।
জমি নিয়ে দ্বিমত তৈরি হওয়ায় প্রকৃত সত্য কী, তা জানতে শুরু হয়েছে তদন্ত। খুব শিগগিরই এর রিপোর্ট পেশ করবে তদন্ত কমিটি।
প্রসঙ্গত, নেটফ্লিক্সের 'দ্য আর্চিস' সিনেমার পর 'কিং' সিনেমা দিয়ে বলিউডে পা রাখবেন সুহানা খান। সিনেমায় রয়েছেন মেগাস্টার বাবা শাহরুখ খানও। নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন দুজনই। তবে জমি কেনা জটিলতা নিয়ে এখনও কোনো অফিশিয়াল মন্তব্য প্রকাশ করেননি তারা।
Comments