নতুন আলোচনায় সৃজিত

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি 'পথের দাবী'-কে অবলম্বন করে বড় পর্দায় নতুন চমক নিয়ে আসছেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি। একের পর এক সিনেমা মুক্তি পেয়ে আলোচনায় থাকলেও এবার 'পথের দাবী'র শতবর্ষ পূর্তিতে নতুন পরিকল্পনার খবর জানালেন পরিচালক নিজেই।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সৃজিত রোববার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে তার নতুন সিনেমার নাম ও মুক্তির তারিখ ঘোষণা করেছেন। পোস্টে লিখেছেন, 'এম্পারার ভার্সেস শরৎচন্দ্র'। শরৎচন্দ্রের উপন্যাস পথের দাবী প্রকাশের ১০০ বছর পূর্ণ হওয়াকে সামনে রেখেই এই সিনেমা তৈরি করতে চলেছেন তিনি। ঘোষণার পরপরই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
তবে আপাতত শুধু সিনেমার নাম ও মুক্তির তারিখই প্রকাশ্যে এসেছে। আগামী বছরের ১ মে মুক্তি পাবে সিনেমাটি। এখনো কাস্টিং নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। যদিও পরিচালকের পোস্টে অনেকেই অভিনেতা দেবকে ছবিতে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, ১৯২৬ সালের ৩১ আগস্ট প্রথম প্রকাশিত হয়েছিল শরৎচন্দ্রের লেখা পথের দাবী। ১৯২৭ সালের জানুয়ারিতে ইংরেজ সরকার বইটি নিষিদ্ধ ঘোষণা করে। সেই ঐতিহাসিক দিনে দাঁড়িয়েই ছবির ঘোষণা করলেন সৃজিত। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে এসভিএফ এবং রানা সরকারের দাগ ক্রিয়েটিভ মিডিয়া। ইতিমধ্যেই চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই শুটিং শুরু হবে।
Comments