৮০০ শাড়ি নিয়ে বিগ বসে তনয়া মিত্তাল

'বিগ বস' এর ১৯তম আসর নিয়ে ফিরেছেন বলিউডস সুপারস্টার সালমান খান। এবারের রিয়েলিটি শোয়ের প্রতিযোগীদের সবাই বেশ হাই প্রোফাইল। তাদের মধ্য অন্যতম উদ্যোক্তা ও অনলাইন ইনফ্লুয়েন্সার তনয়া মিত্তাল। বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত এই প্রতিযোগী সবাইকে চমকে দিয়েছেন অদ্ভুত এক ঘোষণায়।
তনয়া জানিয়েছেন, বিগ বসের আসরে তিনি ৮০০-র বেশি শাড়ি নিয়ে এসেছেন। তনয়া বলেন, 'আমি আমার বিলাসবহুল জীবন ছেড়ে আসিনি। আমার গহনা, অন্যান্য জিনিস এবং ৮০০-র বেশি শাড়ি নিয়ে এসেছি। প্রতিদিনের জন্য আমি তিনটি করে শাড়ি বেছে রেখেছি, যেগুলো আমি দিনের বিভিন্ন সময়ে পরিবর্তন করব।'
প্রথম দিনেই তনয়া তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। তিনি বলেন, 'আমার দেহরক্ষীরা কুম্ভ মেলায় ১০০ জনের প্রাণ বাঁচিয়েছিল, এমনকি পুলিশকেও বাঁচিয়েছিল। তাই আমি আজ এখানে। আমার দেহরক্ষীরা খুবই প্রশিক্ষিত।'
Comments