দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, বিপাকে সংগীতশিল্পী অরিজিৎ সিং

শান্তিনিকেতনের রাস্তায় শুটিং চলাকালে স্থানীয় এক বাসিন্দাকে হেনস্তার অভিযোগ উঠেছে কিংবদন্তী সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের এক দেহরক্ষীর বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ ওই ব্যক্তি শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন।
তবে এ বিষয়ে এখনও পর্যন্ত অরিজিৎ বা তার নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গত বুধবার বিকেলে শান্তিনিকেতনের তালতোড় এলাকায় একটি সিনেমার শুটিং করছিলেন অরিজিৎ সিং।
শুটিংয়ের জন্য পুলিশের অনুমতি নিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। স্থানীয় এসরাজ শিল্পী কমলাকান্ত লাহা বাইকে করে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। প্রথমে তাকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলা হয়, যা তিনি মেনেও নেন।
কিন্তু ১৫ মিনিট পেরিয়ে যাওয়ার পরও যখন রাস্তা খোলা হয়নি, তখন তিনি এগিয়ে যেতে চান। এ সময় অরিজিতের দেহরক্ষীরা তাকে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে বলেন।
এতে কমলাকান্ত প্রতিবাদ করলে একজন দেহরক্ষী তাকে জোর করে রাস্তা থেকে সরিয়ে দেন। অভিযোগ উঠেছে, এ সময় তার হাতের একটি আংটিও হারিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
এই ঘটনায় কমলাকান্ত লাহা ভীষণভাবে ক্ষুব্ধ। তিনি অরিজিৎ সিংয়ের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন। তবে এই বিষয়ে এখনও অরিজিৎ বা তার দল কোনো প্রতিক্রিয়া জানায়নি। বীরভূমের জেলা পুলিশ সুপার আমনদীপ পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।
Comments