অমিতাভ বচ্চনের ছবি দেখিয়ে খাবার ফ্রি!

বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের নাতি অর্থাৎ শ্বেতা বচ্চনের ছেলে অগস্তা নন্দা তার পড়াশোনা সেরেছেন লন্ডনে। ইতিমধ্যে বি টাউনে তার অভিষেকও ঘটেছে। লন্ডনে পড়ার সময় অমিতাভের সেই নাতি এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিলেন, যে কারণে সেখানের এক রেস্তোরাঁয় প্রতিদিনই বিনামূল্যে খাবার খাওয়ার সুযোগ পেতেন তিনি। লন্ডনের এক রেস্তোরাঁর মেনুতে অমিতাভ বচ্চনের নামে একটি পদ রাখা হয়।
সেই রেস্তোরাঁতেই গিয়েছিলেন অগস্ত্যা। মেনু কার্ডে দাদার নামের পদ দেখে ম্যানেজারের কাছে তিনি জানতে চান, অমিতাভের নামে খাবারের নাম কেন?
এরপর ম্যানেজার স্পষ্ট জানান, তিনি বিগ বির বড় ফ্যান। তাকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। ম্যানেজারের মুখে এমন কথা শুনে অগস্ত্যা তার পরিচয় দেন এবং জানান, অমিতাভ তার দাদা হন। পকেট থেকে ফোন বের করে রেস্তোরাঁর ম্যানেজারকে ছবি দেখান।
সেটা দেখেই ম্যানেজার বলেন, আপনি অমিতাভের নাতি! এখানে এলে আপনার কোনও টাকা লাগবে না! এরপর নাকি অগস্ত্যা যতবার গিয়েছেন সেই রেস্তোরাঁয়, ততবারই বিনামূল্যে খাবার-দাবার সেরেছেন।
Comments