মঞ্চে অভিষেক নওশাবার ‘আগুনি’

জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ; এবার জুলাই অভ্যুত্থানের বছর পেরুতেই আন্দোলনকে নিয়ে মিউজিক্যাল পাপেট শো 'আগুনি'র প্রদর্শনী করলেন তিনি।
কবিগুরু রবিঠাকুরের 'রক্তকরবী' অবলম্বনে মঞ্চে মিউজিক্যাল পাপেট থিয়েটার নিয়ে আসছে নওশাবার 'টুগেদার উই ক্যান'।
'আগুনি'তে অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের প্রায় অর্ধশতাধিক যোদ্ধা। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় আগুনির উদ্বোধনী প্রদর্শনী। রক্তকরবী অবলম্বনে রচিত হলেও আগুনিতে দেখা যায় জুলাই আন্দোলনসহ বাঙালি জাতির বিভিন্ন সংগ্রামের গল্প।
'আগুনি'র মধ্য দিয়ে 'রক্তকরবীকে নতুন সময়ের প্রেক্ষাপটে উপস্থাপন করা হবে। এটি একটি সিম্বোলিক নাটক। আমরা বাঙালিরা সাহসী যোদ্ধা জাতি। এ স্পিরিটটাই তুলে ধরার চেষ্টা করেছেন নওশাবা।
নাটকের পরিকল্পনা ও পরিচালনা করেছেন নওশাবা। পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয় ও কাজী ফার্মস গ্রুপ।
Comments