প্রথমবার একসাথে ‘ওয়ার ২’ প্রচারণায় হৃতিক ও এনটিআর

আর দুই দিন। মুক্তি পাচ্ছে যশ রাজ ফিল্মস-এর এই স্পাই থ্রিলার; বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত ছবি 'ওয়ার ২'।
ছবির প্রচার শুরু হলেও হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর একসঙ্গে একবারও প্রচারে আসেননি! কারণ যে যুদ্ধে তারা সামিল হয়েছেন সে যুদ্ধে ভক্তরা শুধু তাদের দেখতে পাবেন বড়পর্দায়। এই জন্যই মিডিয়ার ক্যামেরা, টকশো, প্রমোশনাল ইভেন্ট কিংবা পাপ্পারাজির ক্যামেরা সবই এড়িয়ে চলছিলেন পর্দার এই দুই তারকা।
অবশেষে সে প্রতিক্ষার অবসান ঘটলো। রোববার সন্ধ্যায় হায়দারাবাদে হয়ে গেল এ সিনেমার গ্রান্ড ইভেন্ট। প্রায় ত্রিশ হাজার ভক্তদের সামনে নিয়ে জুনিয়র এনটিআর হায়দারাবাদে আমন্ত্রন জানান হৃতিক রোশানকে। স্টেডিয়ামের খোলা আকাশের নিচে সন্ধ্যা নামতেই আলো ছড়ান এই দুই তারকা। জুনিয়র এনটিআর দক্ষিণে তার ভক্তদের কাছে হৃতিক রোশানকেও একই সমান ভালোবাসার প্রতিশ্রতিও দেন।

হৃতিক রোশনের ব্লকবাস্টার 'ওয়ার' এর ছয় বছর পর আসছে তার বহু প্রতীক্ষিত সিক্যুয়েল 'ওয়ার টু'। এবার হৃতিকের সঙ্গে রয়েছেন দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর। আর মুক্তির আগেই ছবিটি গড়েছে এক নতুন বিশ্বরেকর্ড ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে মুক্তি পাওয়ার নজির!
১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ওয়ার টু'। ছবিটি বিশ্বব্যাপী ৭,৫০০টিরও বেশি স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে, যা এর আগে কোনো ভারতীয় সিনেমার ক্ষেত্রে দেখা যায়নি। এর মাধ্যমে ছবিটি মুক্তির আগেই জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। ২০০ কোটি টাকা বাজেটের এই হাই-অকটেন অ্যাকশন থ্রিলার প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। অয়ন মুখার্জির পরিচালনায় 'ওয়ার টু' নিয়ে দর্শকমহলে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।
Comments