দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ নিয়ে যা বললেন রুক্মিণী

দীর্ঘ সময় পর আবারও পর্দায় আসছে দেব ও শুভশ্রী অভিনীত সিনেমা। নতুন এই সিনেমার নাম 'ধূমকেতু'। তবে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির আগে স্মৃতিকাতর হয়ে পড়েছেন অভিনেতা দেব। এবার সিনেমাটি নিয়ে কথা বললেন দেবের প্রেমিকা রুক্মিণী।
একটা সময় টালিউড সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। এ জুটি দর্শক জনপ্রিয়তাতেও ছিল তুঙ্গে। কিন্তু কোনো এক অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক ভাঙার মুহূর্তে এ জুটি ২০১৫ সালে সর্বশেষ অভিনয় করছিলেন 'ধূমকেতু' সিনেমায়।
সিনেমার কাজ ২০১৩ সালে শুরু হয়। দুই বছর সিনেমার শুটিং চলে। কিন্তু শেষে একাধিক কারণে ছবিটি মুক্তির পথে হাঁটতে পারেনি। অবশেষে দীর্ঘ ৯ বছর পর প্রেক্ষাগৃহে 'ধূমকেতু' মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।
এরই মধ্যে ছবির দুটি গান মুক্তি পেয়েছে, যার মধ্যে 'গানে গানে' গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই গানে শুভশ্রী অভিনীত চরিত্র 'রূপা'র মান ভাঙাতে দেখা যায় দেবকে আর সেই দৃশ্য দর্শকদের মন জয় করে নিয়েছে। গানটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং হয় এবং বহু দর্শক এটি নিয়ে রিলস তৈরি করেন।
এবার শুভশ্রী গাঙ্গুলীর বদলে দেব তার প্রেমিকা রুক্মিণী মৈত্রর সঙ্গে এই গানের লিপ মেলালেন। দেব নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম একটি ভিডিও শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, দেব ও রুক্মিণী গাড়িতে বসে আছেন। প্রথমে দেব 'গানে গানে' গানটি চালু করে নিজে গাইতে শুরু করেন। এরপর শুভশ্রীর অংশের সময় তিনি ক্যামেরা ঘুরিয়ে দেন রুক্মিণীর দিকে, এবং রুক্মিণী বাকি অংশটি লিপ মেলান।
ভিডিওর শেষে রুক্মিণী দর্শকদের উদ্দেশ্যে বলেন, 'ধূমকেতু ১৪ আগস্ট থেকে তোমাদের কাছে আসছে।' এরপর দুজনেই দর্শকদের উদ্দেশ্যে 'ফ্লাইং কিস' দেন।
Comments