হানি সিং-এর ক্যারিয়ারে নতুন সূচনা

বলিউডের জনপ্রিয় র্যাপার, সংগীতশিল্পী ও প্রযোজক ইয়ো ইয়ো হানি সিং এবার পা রাখলেন বিলাসবহুল ফ্যাশনের দুনিয়ায়। ভারতের বিখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাইটান-এর সঙ্গে যৌথভাবে তিনি উদ্বোধন করলেন নিজের প্রথম ঘড়ির ব্র্যান্ড 'ইয়ো ইয়ো ওয়াচেস'। বলিউড হাঙ্গামা থেকে জানা যায় মুম্বাইয়ে এক তারকাখচিত অনুষ্ঠানে এই সীমিত সংস্করণের ঘড়ি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে হানি সিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা এবং অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল।
ঘড়ির এই সংগ্রহে রয়েছে সাহসী ডিজাইন, নিখুঁত কারিগরি আর হানি সিংয়ের নিজস্ব 'স্ট্রিট-লাক্স' স্টাইল। প্রতিটি ঘড়িতে থাকছে আকর্ষণীয় বেজেল, প্রিসিশন মেকানিক্স এবং আধুনিক নান্দনিকতা যা শিল্পীর ব্যক্তিগত রুচি ও জীবনযাত্রার ছাপ বহন করে।
ঘড়ি উন্মোচনের সময় হানি সিং বলেন, আমি সময়কে অনুসরণ করি না, সময় আমাকে অনুসরণ করে। তিনি জানান, ঘড়ির প্রতি তার ভালোবাসা বহুদিনের। ব্যক্তিগতভাবে তার সংগ্রহে রয়েছে একাধিক দুর্লভ ও কাস্টম-মেইড ঘড়ি, যেগুলো তিনি বিদেশ ভ্রমণের সময় নিজের সঙ্গে বহন করেন একটি আলাদা ট্রাঙ্কে।
হানি সিং বলেন, সময় কখনও কারও জন্য অপেক্ষা করে না। আমিও করিনি। আমি আমার জীবন কাটিয়েছি লক্ষ্য, যন্ত্রণা, আবেগ ও অধ্যবসায়ে। আমার জীবনের উত্থান ও পতনের সাক্ষী এই সময়। এই ঘড়ি আমার জীবনের এক এক্সপ্রেশন যেখানে স্টাইলের পাশাপাশি আছে আত্মউন্নয়ন ও দৃঢ়তার বার্তা।
Comments