শাহরুখের চোট নিয়ে বিভ্রান্তি

শনিবার সকালে শোনা যায়, 'কিং' সিনেমার শুটিং সেট থেকে আহত হয়েছেন শাহরুখ খান। তার পিঠে লেগেছে গুরুতর চোট, সে কারণে তড়িঘড়ি করে নায়ককে নিয়ে যাওয়া হচ্ছে আমেরিকায়। শাহরুখের টিমের বরাত দিয়ে ভারতের প্রথমসারির গণমাধ্যমেই উঠে আসে এ খবর। এ নিয়ে ভক্ত-অনুরাগীরা যেমন উদ্বিগ্ন হন, তার সুস্থতায় প্রার্থনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
এবার শোনা যাচ্ছে, শাহরুখের অসুস্থতার খবর তথা বলিউডে তোলপাড় ফেলে দেওয়া এ ঘটনা সত্যি নয়। এর ফলে তৈরি হয়েছে এক বিভ্রান্তি। ভারতীয় গণমাধ্যমের খবর, তিনি আমেরিকা গেছেন, চিকিৎসার উদ্দেশ্যে- এটা সত্যি। কিন্তু সাম্প্রতিক শাহরুখের জখম বা আহত হওয়ার কারণে নয়।
শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, 'কিং'-এর সেটে নয়, বরং শাহরুখের পুরনো একটি চোট নতুন করে মাথাচাড়া দিয়েছে। দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে বহু অ্যাকশন দৃশ্যে স্বয়ং নিজেই অভিনয় করেছেন তিনি। সেই সব পুরনো আঘাত মাঝেমধ্যেই ভোগায় তাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফলে নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই তিনি আমেরিকা গেছেন।
এ ঘটনার পর অনেকে শাহরুখের স্ট্যান্টবাজি হিসেবেও অভিহিত করছেন অনেকে। অনেকের মতে, শাহরুখের মেয়ে সুহানা খান 'কিং' ছবিতে তার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন। ছবির প্রচারের স্বার্থেই কি তাহলে এই আহত হওয়ার গুঞ্জন রটানো হয়েছিল?
এর আগে শনিবার খবরটি এভাবে ছড়ায়, 'কিং' ছবির শুটিং চলছিল মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে। সেখান থেকে এতটাই আঘাত পেয়েছেন শাহরুখ খান, যে তাকে মাস খানেক হাসপাতালের বিছানায় থাকতে হতে পারে।
Comments