মারা গিয়েছেন ‘প্রিটি লিটল বেবি’ খ্যাত গায়িকা কনি ফ্রান্সিস

ষাটের দশকে জনপ্রিয় মার্কিন পপ গায়িকা কনি ফ্রান্সিস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (১৬ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কিংবদন্তি শিল্পী। সংবাদমাধ্যমে গায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করেন ঘনিষ্ঠ বন্ধু রন রবার্টস।
সামাজিক যোগাযোগ মাধ্যম একটি পোস্টে রন রবার্টস লেখেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের জানাচ্ছি যে গত রাতে আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিসের মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।'
জানা যায়, চলতি মাসের শুরুতেই তীব্র পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন কনি। চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যেতে শুরু করে। শেষে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
সর্বশেষ গত ৪ জুলাই ফেসবুকে শেষ পোস্ট করেছিলেন কনি। ভক্তদের উদ্দেশে লেখেন, 'আজ অনেকটা ভালো লাগছে। সবাইকে ৪ জুলাইয়ের শুভেচ্ছা।'
এরপর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে কনির। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার গাওয়া বিখ্যাত গান 'প্রিটি লিটল বেবি' ভাইরাল হয়। এছাড়াও মার্কিন পপ গায়িকা কনি ফ্রান্সিসের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে 'স্টুপিড কিউপিড', 'হু'স সরি নাউ', 'সেকেন্ড হ্যান্ড লাভ' ইত্যাদি।
Comments