এ আর রহমানের নামে ট্যাটু করলেন হানি সিং

বলিউডের ব়্যাপের রাজা ও আলোচিত গায়ক হানি সিং নিজের শরীরে ট্যাটু করিয়েছেন। যেখানে নাম লিখেছেন এক কিংবদন্তির, যার জন্যই আজকের 'ইয়ো ইয়ো হানি সিং' তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিওতে দেখা গেছে, পিঠে ট্যাটু করাচ্ছেন হানি সিং। এ সময় তিনি গাইছেন এ আর রহমানের কালজয়ী গান 'তু হি রে'।
ভিডিওটিতে হানি সিং স্পষ্ট বলেন—"এই ট্যাটু আমার ভালোবাসার শ্রদ্ধার নিদর্শন। রহমান স্যার, আপনি না থাকলে আমি আজ একজন মিউজিশিয়ান হতাম না, আমি একজন মিউজিশিয়ান আজ, শুধুমাত্র এ আর রহমান স্যারের জন্য। আমি আপনাকে চিরকাল ভালোবাসি।"
৪২ বছর বয়সি এই র্যাপার পরপর তিনটি ট্যাটু করেছেন তার শরীরে। যার মধ্যে একটি এ আর রহমানকে উৎসর্গ কররে—ডানদিকের কাঁধের উপরে বড় করে লেখা 'এ.আর. রহমান'।
ক্যাপশনে হানি লেখেন - "এক রাতের মধ্যে করা তিন নম্বর ট্যাটুটা আমার প্রিয় কিংবদন্তি রহমান স্যারের জন্য। সবকিছুর জন্য ধন্যবাদ আপনাকে!"
এর আগেও বহুবার প্রকাশ্যে রহমানের প্রতি নিজের ভক্তি ও শ্রদ্ধার কথা বলেছেন হানি সিং। বহু সাক্ষাৎকারে জানিয়েছেন, এ আর রহমানের সুরেই তার প্রথম প্রেম, প্রথম অনুপ্রেরণা। এমনকি, তার বড় স্বপ্ন—এ আর রহমানের সঙ্গে একটি গ্র্যামি মঞ্চের পর্যায়ের গান তৈরি করা।
এই ভিডিও যেন সেই শ্রদ্ধারই এক শারীরিক রূপ। গানের প্রতি, গুরুর প্রতি, শিল্পের প্রতি এক গভীর নিবেদন। এমনটা খুব কমই দেখা যায় হানি সিংয়ের মতো তারকাদের কাছ থেকে।
এই শ্রদ্ধাজ্ঞাপন আসে ঠিক তখনই, যখন হানি সিং তার কামব্যাক অ্যালবাম 'গ্লোরি' নিয়ে চর্চায় রয়েছেন। এই অ্যালবামে রয়েছে ১০টি ভাষার গান, সঙ্গে একটি বিশেষ মিউজিক ভিডিও—'তেরি ইয়াদে', যেখানে অভিনয়ে রয়েছেন নারগিস ফাখরি এবং আন্তর্জাতিক শিল্পী গ্রিনি।
একদিকে যেমন হিপ-হপ আর বিটসের ঝড় তুলছেন হানি, অন্যদিকে রহমানের প্রতি তার এমন মিউজিক্যাল নিবেদন প্রমাণ করে—তিনি শুধুই গ্ল্যামারের আইকন নন, একজন গভীর শ্রদ্ধাশীল সংগীতপ্রেমীও বটে।
Comments