ঢাকা ফিরে যা জানালেন মেহজাবীন
শনিবার (২ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে ব্যবসায়ী-তাওহীদি জনতার ব্যানারে একটি দলের বাধার মুখে পড়ে শো-রুম উদ্বোধন করতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর এস রোডে 'খুকি লাইফস্টাইল' নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। সেজন্য আগেভাগেই চট্টগ্রামে যান তিনি।
জানা যায়, জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী চট্টাগ্রামে পৌঁছে গেলেও সেখানে গণ্ডগোলের আশঙ্কায় শো-রুম উদ্বোধন করতে যাননি তিনি। ফলে অভিনেত্রীকে ছাড়াই শো-রুমটির উদ্বোধন হয়।
অভিনেত্রী চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে এসে ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন।
তিনি লিখেছেন, 'আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেয়ার জন্য। আমি এরই মধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।'
তিনি আরও জানালেন, 'আমি চট্টগ্রামে একটি শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শো-রুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই।'
সবশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তাকে খোঁজ নেয়ার জন্য।
অভিনেত্রীর শো-রুম উদ্বোধনের ঘোষণা আসার পর থেকেই শহরজুড়ে শুরু হয় নানা আলোচনা। মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেয়া হয় রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে।