শুল্ক ইস্যুতে ট্রাম্পকে কড়া জবাব ভারতের

ট্যারিফ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের কড়া সমালোচনা করে পাল্টা বিবৃতি দিয়েছে ভারত সরকার। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে সোমবার রাতে ভারতকে আরও একবার সরাসরি হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ভ্লাদিমির পুতিনের দেশ থেকে তেল কিনে খোলা বাজারে বিক্রির 'অপরাধে' ভারতের উপর আরও শুল্ক চাপানো হবে। আমেরিকার সেই হুঁশিয়ারির পরেই এবার কড়া প্রতিক্রিয়া জানাল ভারতের বিদেশ মন্ত্রণালয়। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে যা যা বলেছে:
১। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রকৃতপক্ষে, ভারত রাশিয়া থেকে আমদানি শুরু করেছিল কারণ ঐ সময় প্রচলিত সরবরাহ উৎস ইউরোপের দিকে ঘুরে গিয়েছিল। তখন যুক্তরাষ্ট্র এই আমদানিকে উৎসাহ দিয়েছিল যাতে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় থাকে।
২। ভারতের এই আমদানি মূলত: ভারতীয় ভোক্তাদের জন্য নির্ধারিত ও সাশ্রয়ী জ্বালানির খরচ নিশ্চিত করতে পরিচালিত। এটি বৈশ্বিক বাজার পরিস্থিতির জন্য বাধ্যতামূলক সিদ্ধান্ত। তবে, যেসব দেশ ভারতের সমালোচনা করছে, তারাই আবার রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত। আমাদের ক্ষেত্রে এটি একটি জাতীয় প্রয়োজনীয়তা, কিন্তু তাদের ক্ষেত্রে তা নয়।
৩। ২০২৪ সালে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল ৬৭.৫ বিলিয়ন ইউরো। পাশাপাশি, ২০২৩ সালে পরিষেবা খাতে বাণিজ্য ছিল প্রায় ১৭.২ বিলিয়ন ইউরো, যা একই বছরে রাশিয়ার সঙ্গে ভারতের মোট বাণিজ্যের তুলনায় অনেক বেশি। ২০২৪ সালে ইউরোপের তরল প্রাকৃতিক গ্যাস (LNG) আমদানি পৌঁছায় ১৬.৫ মিলিয়ন টনে, যা ২০২২ সালের আগের রেকর্ড ১৫.২১ মিলিয়ন টনের চেয়েও বেশি।
৪। ইউরোপ-রাশিয়া বাণিজ্যে শুধু জ্বালানি নয়, সার, খনিজ পদার্থ, রাসায়নিক, লোহা ও স্টিল, যন্ত্রপাতি এবং পরিবহন উপকরণও অন্তর্ভুক্ত।
৫। যুক্তরাষ্ট্রও রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আমদানি করছে তার পারমাণবিক শিল্পের জন্য, ইলেকট্রিক গাড়ির জন্য প্যালেডিয়াম, সার এবং অন্যান্য রাসায়নিক পদার্থ।
৬। এই প্রেক্ষাপটে ভারতকে লক্ষ্য করে সমালোচনা করা অন্যায় ও অযৌক্তিক। যেকোনো বড় অর্থনীতির মতোই, ভারত তার জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।
Comments