লেনদেন হাজার কোটি টাকা, সূচক দশ মাসের মধ্যে সর্বোচ্চ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন গিয়ে ঠেকেছে ১ হাজার ৬৩ কোটি টাকায়, যা গত ৪৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। একই দিনে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯১ পয়েন্ট, অবস্থান নিয়েছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে।
সকালে লেনদেন শুরুর পর থেকেই বাজারে তেজিভাব লক্ষ করা যায়। প্রথম ঘণ্টায় সূচক লাফিয়ে ওঠে প্রায় শত পয়েন্ট। ব্যাংক খাতের শেয়ারে জোরালো আগ্রহ দেখা যায়। বিনিয়োগকারীরা দীর্ঘদিন পর বাজারে সক্রিয় হন।
আজ লেনদেনে অংশ নেয় ৩৯৪টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৬৭টির এবং ৭৭টির দর অপরিবর্তিত ছিল। ব্যাংক খাত ছিল আজকের বাজারের প্রাণ। তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ২৯টির দর বেড়েছে, মাত্র ৪টি কমেছে এবং বাকি ৩টির দর অপরিবর্তিত ছিল।
সবচেয়ে বেশি বেড়েছে ট্রাস্ট ব্যাংকের শেয়ারদর, প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ২২ টাকা ২০ পয়সায়। দ্বিতীয় স্থানে ছিল সাউথইস্ট ব্যাংক, যার শেয়ারদর বেড়ে দাঁড়ায় ১০ টাকা। তৃতীয় অবস্থানে ছিল সোনার বাংলা ইন্স্যুরেন্স, প্রতিটি শেয়ার বিক্রি হয় ২৮ টাকা ৯০ পয়সায়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে এই উত্থানের পেছনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাম্প্রতিক কঠোর সিদ্ধান্ত বড় ভূমিকা রেখেছে। 'আমার বন্ড' ইস্যুতে অনিয়মের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবনের জন্য শেয়ারবাজারে নিষিদ্ধ করেছে কমিশন।
বিশ্লেষকরা বলছেন, বাজারে এই গতি ধরে রাখতে হলে মৌলিকভাবে ভালো কোম্পানিগুলোর কার্যক্রম ও তথ্যের ওপর নজর দিতে হবে। সেই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার শক্ত অবস্থান থাকতে হবে ধারাবাহিকভাবে।
তবে আশাব্যঞ্জক এই উত্থানের মাঝেও বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। অধিকাংশ কোম্পানির দরপতন সত্ত্বেও সূচকের বড় উত্থান সূচকে প্রভাব বিস্তারকারী ভালো কোম্পানির দরবৃদ্ধির ইঙ্গিত দেয়।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯১.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৩.৪১ পয়েন্টে, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৩ অক্টোবর, ২০২৪ সালে ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৪৬২.৫৮ পয়েন্ট। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭০.৬১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪৮.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৪.৩৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫০টির দর বেড়েছে, ১৬৭টির দর কমেছে এবং ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে মোট ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২ সেপ্টেম্বর, ২০২৪ সালে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল বুধবার ৩০ জুলাই লেনদেন হয়েছিল ৭৪৩ কোটি ১৬ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৩২০ কোটি ২৩ লাখ টাকা।
Comments