ন্যূনতম কর ৫,০০০ টাকা ও নতুনদের জন্য ১,০০০ টাকা হতে পারে

সরকার আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তি করদাতাদের জন্য ন্যূনতম আয়কর বাড়িয়ে ৫ হাজার টাকা করার কথা ভাবছে। বর্তমানে এলাকাভেদে ন্যূনতম এই করের হার তিন স্তরে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।
তবে কর প্রদানে উৎসাহিত করতে নতুন টিআইএন-ধারীদের (ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার) জন্য ন্যূনতম কর ১ হাজার টাকা করা হতে পারে।
২০২৫-২৬ অর্থবছরের বাজেট অধ্যাদেশ ঘোষণার সময় সংশোধিত ন্যূনতম করহার আসতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানিয়েছে।
বর্তমানে ন্যূনতম করের হার এলাকা ভেদে ভিন্ন। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দাদের ন্যূনতম কর ৫ হাজার টাকা; অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার জন্য এ হার ৪ হাজার টাকা এবং এর বাইরে অন্যান্য সব অঞ্চলের ন্যূনতম কর ৩ হাজার টাকা।
কারও যদি কোনো করযোগ্য আয় না থাকে, অর্থাৎ জিরো রিটার্ন হয়, তাহলে তাকে কোনো কর দিতে হয় না। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন এলাকার কারও ৫ হাজার টাকার নিচে কর হয়, তাকে ন্যূনতম কর দিতে হয় ৫ হাজার টাকা।
ধরা যাক, লক্ষ্মীপুর জেলার একজন টিআইএনধারী রিটার্ন জমা দিলেন—এবং তার আয়, অনুমোদিত ব্যয় ও বিনিয়োগ বাদ দিয়ে কর আসে ৭০০ টাকা। ওই করদাতাকে ন্যূনতম কর বর্তমানে দিতে হয় ৩ হাজার টাকা। আর প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, এটি বেড়ে ৫ হাজার টাকা হবে।
দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা ১.১৫ কোটির বেশি। এর মধ্যে রিটার্ন জমা হয় ৪৫ লাখের মতো। তার মধ্যে আবার দু্ই-তৃতীয়াংশ বা প্রায় ৩০ লাখই জিরো রিটার্ন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
Comments