‘কব্জিকাটা গ্রুপের’ অন্যতম সদস্য টুন্ডা বাবু গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের 'কব্জিকাটা গ্রুপ'-এর অন্যতম সদস্য বাবু খান ওরফে টুন্ডা বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব-২। বুধবার (২ জুলাই) বিকেলে র্যাব-২ ও ৬ এর বিশেষ অভিযানে নড়াইল জেলার লোহাগড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার।
খালিদুল হক হাওলাদার জানান, শিশু, মহিলা, বৃদ্ধ সবার ওপর নির্বিচারে চাপাতি চালাতেন টুন্ডা বাবু। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি টুন্ডা বাবুকে গ্রেপ্তার করা হলেও ২ মাস ১০ দিন পর জামিনে বের হয়ে আসেন তিনি।
আলোচিত শীর্ষ সন্ত্রাসী আনোয়ারের সহকারী হিসেবে টুন্ডা বাবু কাজ করতেন বলে জানান খালিদুল হক হাওলাদার। আনোয়ার গ্রেপ্তার হওয়ার পর থেকে মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী রাজত্ব চালায় টুন্ডা বাবু। তার বিরুদ্ধে ৪টি হত্যা, ২টি ডাকাতি, ২টি মাদক ও ২টি দস্যুতার মামলা রয়েছে।
Comments