কেরানীগঞ্জে তাবলীগ জামাতের ঢাকা বিভাগীয় ইজতেমা শুরু
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ ফজরের আম বয়ানের মধ্য দিয়ে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বিশাল মাঠে শুরু হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদ পন্থী) আয়োজিত ঢাকা বিভাগীয় ইজতেমা। প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে ইজতেমা প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়েছে।
ফজরের বয়ানের পর জুমার নামাজেও ছিল ভিড়। জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের আলেমে দ্বীন মুফতী উসামা ইসলাম।
ঢাকা মহানগরী ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলার বিপুল সংখ্যক মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন।
ইজতেমা মাঠজুড়ে শামিয়ানাসহ পানি লাইন, বিদ্যুৎ সংযোগ, গাড়ি পার্কিং, সাইকেল গ্যারেজসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করেছে আয়োজক কমিটি।
তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, এবার জেলা পর্যায়ের বদলে বিভাগীয় পর্যায়ে ইজতেমা অনুষ্ঠিত হওয়ায় ঢাকা বিভাগের ১৩টি জেলা থেকে কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণের আশা করা হচ্ছে। এছাড়া প্রায় ২০০ বিদেশি মেহমান ইজতেমায় যোগ দেবেন বলেও তিনি জানান।
জামিয়া কাশিফুল উলুম ঢাকার মুহতামিম বিশিষ্ট আলেমে দীন মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ বলেন, ঢাকার বিভাগীয় ইজতেমায় দিল্লীর নিজামুদ্দিন মারকাজের মুরুব্বিদের একটি জমাত মাওলানা ফারুকের নেতৃত্বে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন। আগামী রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ঢাকার বিভাগীয় ইজতেমা।
এদিকে একই সপ্তাহে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগেও বিভাগীয় ইজতেমা শুরু হয়েছে। আগামী সপ্তাহে বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ইজতেমা অনুষ্ঠিত হবে।
Comments