বরিশালে ধর্ষণ মামলায় চারজনকে মৃত্যুদণ্ড
বরিশালে তরুনীকে ধর্ষণের অভিযোগ প্রমানিত হওয়ায় চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রোববার (২৬ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাঃ রকিবুল ইসলাম তিন আসামীর উপস্থিতিতে এ রায় দেন।
একই সাথে প্রত্যেক আসামীকে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, রাসেল গাজী, রাজিব জমাদ্দার, মোঃ জাহিদ ও খোকন খান। এর মধ্যে আসামী খোকন খান পলাতক রয়েছে। আসামী চারজনই বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকার বাসিন্দা।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান মৃধা জানান, ধর্ষণের শিকার হওয়ার তরুনী (১৮) বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের মাসুম হাওলাদারের স্ত্রী। ২০১৬ সালের ১০ নভেম্বর তরুনী বাসা থেকে এক লক্ষ টাকা নিয়ে বের হয়ে শেবাচিম হাসপাতালে যাচ্ছিল। এসময় সে একটি অটো রিকশায় উঠলে চালক তাকে অনত্র নিয়ে যায়। তিনি ডাক চিৎকার করলে আসামীরা তাকে মারধর করে। পরে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় খৃষ্টান পাড়ায় জঙ্গলের মধ্যে নিয়ে পালাক্রমে জোরপূরক ধর্ষণ করে। পরদিন সকালে তার পরিবার তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।
এঘটনার পরদিন ভুক্তভোগী তরুনী বাদী হয়ে চারজনকে আসামী করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে। পরে কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ আতাউর রহমান ২০১৭ সালের ২৩ নভেম্বর আদালতে চার্যশিট প্রদান করে।
আদালত ১১ জন স্বাক্ষির স্বাক্ষ্য গ্রহন শেষে আজ এ রায় প্রদান করেন।
Comments