কিছু উপদেষ্টার আচরণে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে: হুমায়ুন কবির
কিছু রাজনৈতিক দলের হস্তক্ষেপ এবং উপদেষ্টার অস্বাভাবিক আচরণ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
শুক্রবার (২৪ অক্টোবর) হযরত শাহ জালাল (রহঃ) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপি সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে বিএনপির এই নেতা বলেন, শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তাঁর নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি।পিআর বা গণভোট নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সিলেট-২ আসন থেকে নির্বাচন করবেন কি না এমন এক প্রশ্নের জবাবে সরাসরি উত্তর না দিয়ে হুমায়ুন কবির বলেন, দেখেন বিএনপি বড় দল। দলের একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। আমরা সবাই ধানের শীষের লোক। ধানের শীষের পক্ষে কাজ করব।
মাজার জিয়ারতকালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে গত বুধবার দলের যুগ্ম মহাসচিব করা হয়। এখন থেকে তিনি দলের আন্তর্জাতিক বিষয়কগুলো দেখভাল করবেন বলে জানা গেছে।
হুমায়ুন কবির সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এই আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসীনা রুশদীর লুনা।
Comments