প্রকৃতির মাঝে মায়ের আরাধনা, মেহেরেশ্বরী কালীবাড়িতে বিগ্রহ ছাড়াই হচ্ছে পূজা

ধর্মীয় আড়ম্বর, আধ্যাত্মিকতা এবং অনন্য ঐতিহ্যের মিশেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের কালীবাড়ি এক বিশেষ তীর্থস্থান। এশিয়া মহাদেশের বৃহত্তম এবং বিশ্বের একমাত্র দশমহাবিদ্যা সিদ্ধ পীঠস্থান হিসেবে পরিচিত এই মেহেরেশ্বরী কালীবাড়ি যুগ যুগ ধরে ধারণ করে চলেছে এক বিশেষ পূজা-পদ্ধতি। এখানে মা কালীর কোনো বিগ্রহ বা মূর্তি নেই। প্রকৃতির মাঝেই পরমা প্রকৃতি রূপে পূজিত হন দেবী। মন্দিরের ভেতরের একটি বেদির ওপর অবস্থিত বিশাল বৃক্ষেই ভক্তরা মায়ের আরাধনা করে থাকেন।
জনশ্রুতি ও ইতিহাস অনুসারে জানা যায়, প্রায় ৭০০ বছর আগে মহাসাধক সর্বানন্দ দেব এই স্থানে শবদেহের ওপর বসে কঠোর সাধনা করেন। তাঁর সাধনায় তুষ্ট হয়ে দেবী পার্বতী পৌষ সংক্রান্তির তিথিতে তাঁকে দশ মহাবিদ্যা রূপে দর্শন দেন। এই কারণেই এই স্থানটি 'দশমহাবিদ্যা সিদ্ধ পীঠস্থান' নামে পরিচিত। এই অলৌকিক ঘটনার পর থেকেই এখানে কোনো প্রতিমা পূজা হয় না। ভক্তরা বিশ্বাস করেন, ওই বৃক্ষেই মায়ের নিত্য উপস্থিতি। তাই সেই বৃক্ষকেই 'জীবন্ত বিগ্রহ' রূপে জ্ঞান করে পূজা করা হয়।
মেহের কালীবাড়ির এই অনন্য ঐতিহ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের পুণ্যার্থীদের কাছেও অত্যন্ত আকর্ষণীয়। প্রতি বছর শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শুরু হওয়া এই উৎসব মাসব্যাপী চলে। এসময় ভক্তকুলের পদচারণায় গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে।
স্থানীয়, রত্না দাস, সমির, আশিষ সহ আরো অনেকে জানান, ৩০০ বছরের বেশি সময় ধরে এই উৎসব পালিত হচ্ছে। ধর্মীয় আচারের পাশাপাশি এই উৎসবকে কেন্দ্র করে কালীবাড়ি সংলগ্ন মাঠে মাসব্যাপী লোকজ মেলা বসে, যা এলাকার একটি প্রাচীন ঐতিহ্য।
মেহের কালীবাড়ির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, এর পবিত্রতা রক্ষায় ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয়দের গভীর শ্রদ্ধা। দেখা যায় , মন্দির প্রাঙ্গণে হিন্দু-মুসলিম কেউই জুতো পায়ে প্রবেশ করেন না, যা ধর্মীয় সম্প্রীতি ও স্থানটির প্রতি মানুষের গভীর ভক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
যেখানে দেবীর দশ মহাবিদ্যা রূপের একযোগে দর্শন ঘটেছিল, সেই মেহেরেশ্বরী কালীবাড়ি প্রকৃতির মাঝে মাকে আরাধনার এক অসাধারণ স্থান, যা কেবল একটি তীর্থক্ষেত্র নয়, এটি ধর্মীয় ঐতিহ্য, বিশ্বাস এবং অলৌকিকতার এক জীবন্ত নিদর্শন। ভক্তরা এখানে এসে অনুভব করেন প্রকৃতির মাঝে, বৃক্ষ-বেদিতেই যেনো তাঁদের মনোবাসনা পূর্ণ করছেন করুণাময়ী মা কালী।
Comments