বরগুনায় সমাজসেবা ও তথ্য অধিকার নিশ্চিতকরণে গোলটেবিল বৈঠক

বরগুনায় সরকারি সমাজসেবা কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় বরগুনা মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম এ বৈঠকের আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বরগুনা জেলা কমিটির সভাপতি ও প্রবীণ সাংবাদিক চিত্তরঞ্জন শীল। গোলটেবিল বৈঠকে বরগুনা জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতিকে সাধারণ মানুষের কল্যাণে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় পরিচালক দিপু হাফিজুর রহমান। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম, বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেডএম সালেহ ফারুক, জেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, নারী ও শিশু নির্যাতন আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, সমাজসেবক সুখরঞ্জন শীল এবং বিএমএসএফ বরগুনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ তাপস প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি সমাজসেবা কার্যক্রম ও তথ্য অধিকার আইনের সুফল জনগণের মাঝে ছড়িয়ে দিতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও নাগরিক সমাজের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
তারা আরও বলেন, রোগী কল্যাণ সমিতিকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সেবার পরিধি বাড়াতে হবে, যাতে দরিদ্র ও অসহায় জনগণ দ্রুত সেবা পেতে পারে।
বৈঠক শেষে অংশগ্রহণকারীরা সমাজসেবার কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যৌথ উদ্যোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম ও বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ।
Comments