‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম’-এর আত্মপ্রকাশ

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় কিশোরগঞ্জে আত্মপ্রকাশ করেছে নতুন সাংবাদিক সংগঠন 'কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম'। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় সদস্যদের সরাসরি ভোটে সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাসস ও চ্যানেল আইয়ের প্রতিনিধি এসকে রাসেল।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন পলাশ (মাই টিভি)। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন খাইরুল আলম ফয়সাল (চ্যানেল ২৪) ও ফয়জুল ইসলাম পিংকু (গ্লোবাল টিভি)। সাংগঠনিক সম্পাদক পদে আছেন সুলতান রায়হান ভূইয়া রিপন (বৈশাখী টিভি) এবং কোষাধ্যক্ষ হয়েছেন শরফ উদ্দীন জীবন (বিজয় টিভি)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন তোফায়েল আহমেদ তুষার (দেশ টিভি), তথ্য ও প্রচার সম্পাদক এনামুল হক (ঢাকা পোস্ট), দপ্তর সম্পাদক মেহবুব মনি (দৈনিক নওরোজ), এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তারেক হাসান।
কার্যকরী সদস্যরা হলেন: মশিউর কায়েস (এখন টিভি), সালেক হোসেন রনি (৭১ টিভি), আশরাফুল ইসলাম রাজন (চ্যানেল এস), আদি ইসলাম রাকিব (এনটিভি অনলাইন), সাব্বির হোসেন (সময়ের কণ্ঠস্বর) ও মেরাজ নাসিম (দৈনিক খবর সংযোগ)।
নবনির্বাচিত নেতারা বলেন, 'কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম' সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করবে। তারা জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে পেশাগত উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
Comments