খাস পুকুরের দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

নওগাঁর পোরশা উপজেলায় একটি খাস পুকুরের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহজামাল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত শাহজামাল উপজেলার নিতপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মনতাজ আলীর ছেলে। পুলিশ ঘটনার পর চার নারীকে আটক করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—অনন্তপুর গ্রামের আলমের স্ত্রী ইয়াসমিন (৩৪), আসাদুলের স্ত্রী রুমা খাতুন (২৬), সালাম ওরফে কালুর স্ত্রী সাহেবা বেগম (৩৭) এবং সাইদুর রহমানের স্ত্রী হালিমা বেগম (৩৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অনন্তপুর মৌজার একটি খাস পুকুরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে দু'পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে শাহজামাল ওই পুকুরে মাছের পোনা অবমুক্ত করতে যান। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক ঘটনাস্থলে গিয়ে তাকে একা পেয়ে বেধড়ক মারপিট করে।
চিৎকার শুনে শাহজামালের বড় ভাই উজির আলী, ভাবি হাবিবা বেগম ও ভাতিজা নাইমুল ইসলাম ছুটে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে শাহজামালসহ অন্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে শাহজামাল মারা যান।
ঘটনার পর নিহতের বড় ভাই নাজির আলী বাদী হয়ে পোরশা থানায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চার নারী আসামিকে গ্রেপ্তার করে।
স্থানীয়দের মতে, ওই খাস পুকুরটি দীর্ঘদিন ধরে দুই পক্ষই নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়ে আসছিল। প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে এই বিরোধ আরও বড় ধরনের সহিংসতায় রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, "খাস পুকুরের দখল নিয়ে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনায় চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।"
Comments