ফ্যাসিষ্ট সরকার রাষ্ট্রকাঠামো ও সমাজব্যবস্থাকে ধ্বংস করেছে: কাওছার আহম্মেদ রনি

ফ্যাসিষ্ট সরকার এদেশের রাষ্ট্রকাঠামো ও সমাজব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনের এমপি মনোনয়ন প্রার্থী কাওছার আহম্মেদ রনি।
বৃহস্পতিবার তার নিজ গ্রাম রামকান্তপুর এলাকাবাসীর আয়োজনে পথসভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "ফ্যাসিষ্ট সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। দেশের জনগণ আজ ভোটাধিকার থেকে বঞ্চিত। প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ সবখানেই দলীয়করণ দুর্নীতি আর দমননীতির বিষ ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায়, সমতা ও মানবাধিকারের জায়গা দখল করে নিয়েছে ভয় আর অন্যায়।
এক সময় এদেশ ছিল আশার দেশ, তরুণরা ছিল ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা। আজ সেই তরুণরা বেকারত্ব আর হতাশায় দিশেহারা। কৃষক তাদের ঘাম ঝরানো ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, শ্রমিকরা ন্যূনতম মজুরিতে মানবেতর জীবন কাটাচ্ছে। সমাজে ধনী-গরিবের বৈষম্য ভয়াবহ রূপ নিয়েছে।"
তিনি আরো বলেন দেশের মানুষ এখন পরিবর্তন চায়। ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা ও সুশাসনের বাংলাদেশ চায়। তাই রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছি। দলের মধ্যে কোন ভেদাভেদ চাই না। দল যাকে নমিনেশন দিবে তার হয়েই কাজ করতে হয়ে।
রামকান্তপুর এলাকাবাসীর উদ্যোগে ৫ শতাধিক নারী পুরুষ পথসভা ও আলোচনা সভায় অংশ নেয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেনের সভাপতিত্বে ও আবু হাসান অভির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু,উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদত হোসেন, সাবেক কাউন্সিলর গোলাম আওলিয়া,সাবেক যুবদল নেতা মনিরুজ্জামান পান্না,সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষও ফ্যাসিষ্ট সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং কাওছার আহম্মেদ রনির বক্তব্যে সমর্থন জানিয়ে পরিবর্তনের পক্ষে স্লোগান দেন।
কাওছার আহম্মেদ রনি শেষে বলেন, "এই দেশ আমাদের, এই মাটিতে অন্যায় চলতে দেওয়া হবে না। জনগণই রাষ্ট্রের মালিক—তাদের অধিকার ফিরিয়ে আনাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।"
Comments