উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়কদূরঘটনা নুরুন্নবী নামে এক পথচারী নিহত হয়েছে।
সোমবার রাত ৮ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের কাওয়াক মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নুরুন্নবী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মৃত আবু বক্কারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নুরুন্নবী উল্লাপাড়ার কাওয়াক এলাকায় আত্মীয় বাড়িতে বেড়াতে আসছিল। রাতে রাস্তা পারাপার হবার সময় একটি ঘাতক ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়। তবে চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে একটা মামলা রুজু করা হয়েছে।
Comments