কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় বিষপানে ভ্যানচালকের আত্মহত্যা

রাজশাহী জেলার, মোহনপুরে কিস্তিতে রেফ্রিজারেটর কেনার টাকা পরিশোধ না করতে পারায় মারধরের শিকার হয়ে অপমান ও ক্ষোভে বিষপানে আত্মহত্যা করেছেন এক অটোভ্যানচালক। নিহত ব্যক্তির নাম হাশেম মণ্ডল (৪২)। তিনি মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের মেছের মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাশেম কেশরহাট পৌর এলাকার 'আলিফ মীম এন্টারপ্রাইজ' নামের একটি ইলেকট্রনিকস দোকান থেকে কিস্তিতে একটি রেফ্রিজারেটর কিনেছিলেন। কিন্তু দোকানের মালিক আকরাম আলী ও তাঁর সহযোগীরা বকেয়া ১০ হাজার টাকা ও সুদ বাবদ আরও ১০ হাজার টাকার জন্য তাঁকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন।
জানা গেছে হাশেম যাত্রী নিয়ে কেশরহাট বাজারে গেলে দোকান মালিক আকরাম আলী, তাঁর ভাই আকতার হোসেনসহ কয়েকজন কর্মচারী মিলে জোরপূর্বক তাঁর অটোভ্যানটি নিয়ে যান এবং তাঁকে মারধর করেন। অপমান সহ্য করতে না পেরে হাশেম স্থানীয় বাজার থেকে রাসায়নিক জাতীয় বিষ কিনে দোকানের ভেতরেই পান করেন।
এরপর দোকানের কর্মচারীরা তাঁকে বাইরে ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ পরিবারের। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় হাশেম মারা যান।
হাশেমের স্ত্রী সালমা বেগম অভিযোগ করে বলেন, 'আমার স্বামী নিয়মিত কিস্তি দিতেন। শেষ দিকে সামান্য বকেয়া থাকায় দোকানিরা তাঁকে নির্যাতন করে ভ্যান কেড়ে নেয়। অপমান সহ্য করতে না পেরে সে প্রাণ দিল।'
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে দোকান মালিক আকরাম আলী ও তাঁর ভাই আকতার হোসেন গা-ঢাকা দিয়েছেন। তাঁরা তৃতীয় পক্ষের মাধ্যমে তিন লাখ টাকায় বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।
মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, 'রেফ্রিজারেটরের কিস্তির টাকার জন্য অটোভ্যান কেড়ে নেওয়ার ঘটনাটি সত্য। এ কারণেই হাশেম বিষ পান করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এখন পর্যন্ত কেউ থানায় মামলা করেননি।'
ওসি জানান, ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় সইপাড়া গ্রামে হাশেমের দাফন সম্পন্ন হয়।
Comments