বিএনপি জনগণের দল, জিয়া পরিবার জনগণের পরিবা: আমান

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি জনগণের দল, আর জিয়া পরিবার হলো জনগণের পরিবার। তাই দেশ যখনই সংকটে পড়ে, জিয়া পরিবারই এগিয়ে আসে।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের মধুরচরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অমান উল্লাহ আমান আরও বলেন, বিএনপি সবসময় এই দেশের মানুষের পাশে আছে। আমরা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
একইসঙ্গে তিনি একটি দলকে উদ্দেশ্য করে বলেন, তারা ভোটের বিনিময়ে বেহেশতের টিকিট বিক্রি করে। কিন্তু বেহেশত আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা বেহেশতে পাঠাবেন, যাকে ইচ্ছা দোজখে নিক্ষেপ করবেন।
হযরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন-হযরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলামিন টুলু, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাউদ সিকদার, হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাহ, যুবদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল, কালিন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেখা ইসলাম বিপুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Comments