জুলাই সনদ ও পিআরসহ ৫ দফা দাবিতে পিরোজপুরে জামায়াতের স্মারকলিপি প্রদান

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ৫-দফা গণদাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১১ টার দিকে জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের নেতৃত্বে জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপিটি পেশ করেন। স্মারকলিপিতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অতীত সরকারের ফ্যাসিবাদী আচরণ, ভোট কারচুপি, দমন-পীড়ন ও রাজনৈতিক বৈষম্যের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।
পেশকৃত ৫-দফা দাবিসমূহ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং এ বিষয়ে গণভোট আয়োজন। জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু। সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দৃশ্যমান বিচার। আওয়ামীলীগ সরকারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা।
জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, "জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে এই ৫-দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, তারা পরিবর্তন চায়, সুষ্ঠু নির্বাচন চায়।"
এ সময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments