“বাংলাদেশে বিগত নির্বাচনগুলোতে নতুন ভোটাররা ভোট দিতে পারিনি”

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকদার বলেছেন, বাংলাদেশে বিগত নির্বাচনগুলোতে নতুন ভোটাররা তাদের ভোট দিতে পারিনি। তারা জানে না ভোট কি জিনিস? ভোট কিভাবে দিতে হয়? বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা শক্তি প্রয়োগ করে তাদের ভোটাধিকার ক্ষুন্ন করেছে।
আজ রবিবার (১২ অক্টোবর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাত পাখায় ভোট চেয়ে তিনি আরো বলেন, আমরা সংগ্রাম করে যারা নতুন ভোটার তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। বিগত দিনে ঈদের আনন্দ করে যেভাবে ভোট দেয়া হতো, সেভাবেই যেন তারা ঈদের আনন্দ করে ভোট দিতে পারে। কোন পেশিশক্তি যেন তাদের সেই আনন্দকে রুখতে না পারে, তাদের কন্ঠ রোধ করতে না পারে সে ব্যাপারে শত শত যুবক সিদ্ধান্ত নিয়েছে। দেশ, ইসলাম ও মানবতার স্বার্থে পীর সাহেব চরমোনাই-এর হাত শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লতিফপুর ইউনিয়ন শাখার সভাপতি মো: জয়েন উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গোপালগঞ্জ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা শাখার সধারন সম্পাদক ইঞ্জিনিযার ইব্রাহিম শেখ, লতিফপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মো: হাসিবুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Comments