স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তরসহ ৫ দফা দাবিতে বরগুনায় শিক্ষকদের সংবাদ সম্মেলন

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও সহকারী শিক্ষক পদে নবম গ্রেড বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল ওহাব, হোসনেয়ারা ছবি, গোলাম রহমান, এইচ এম খলিলুর রহমান, মেহেদী হাসান কামাল, সাইফুল ইসলাম বাদল, হারুনুর রশিদসহ অন্যান্য শিক্ষক নেতা।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা অভিযোগ করেন, ২০০৩ সালের শিক্ষা কমিশন ও ২০১০ সালের শিক্ষানীতিতে মাধ্যমিক পর্যায়ের জন্য পৃথক অধিদপ্তর গঠনের সুপারিশ থাকলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। কলেজভিত্তিক নীতির কারণে মাধ্যমিক স্তরের শিক্ষক ও শিক্ষা প্রশাসন দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা জানান, শিক্ষা প্রশাসনের সংস্কার পরিকল্পনা, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন ও সাম্প্রতিক জাতীয় কর্মশালার সুপারিশে বারবার পৃথক মাধ্যমিক অধিদপ্তরের প্রয়োজনীয়তা উঠে এসেছে।
শিক্ষক সমিতি তাদের পাঁচ দফা দাবি হিসেবে তুলে ধরে—
১। অবিলম্বে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও গেজেট প্রকাশ,
২। সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে উন্নীতকরণ,
৩। কলেজের মতো চার স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন,
৪। আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ,
৫। প্রায় ছয় হাজার শিক্ষকের বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল মঞ্জুরি।
শিক্ষক নেতারা বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ না নিলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
Comments