পবিত্র কুরআন অবমাননাকারী শিক্ষার্থী অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তির দাবী

সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক সংঘটিত পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় গোটা মুসলিম সমাজ গভীরভাবে ক্ষুব্ধ, স্তম্ভিত ও ব্যথিত হয়েছে।
এ ঘটনায় রবিবার (৫ অক্টোবর) রাতে এক প্রতিবাদ বিবৃতিতে উক্ত শিক্ষার্থী অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)।
তিনি বলেন, ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের রিপোর্টে দেখা গেছে- একজন শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে পবিত্র কুরআন শরীফ মাটিতে রেখে, তাতে লাথি মেরে ও পৃষ্ঠা ছিঁড়ে সেই কাজ ভিডিও করেছে। এ ধরনের কর্মকান্ড শুধু মুসলিম শিক্ষার্থীদের নয়, সর্বজনীন মানবিক মূল্যবোধকে অপমানিত করে।
বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। শত বছর ধরে এ দেশে মুসলিম, হিন্দু ও অন্যান্য ধর্মের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। বিশ্বের বহু দেশে পবিত্র কুরআন অবমাননার ঘটনার বিচার করা হয়েছে, একইভাবে আমি ও আমাদের সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর পক্ষ থেকে অপূর্ব পালের এই জঘন্য কাজের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানাচ্ছি।
কোনো ধর্মীয় অবমাননার প্রশ্নে আমরা সর্বদা আপোষহীন এবং কঠোর অবস্থানে ছিলাম, আছি এবং থাকবো। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি কোনো অপশক্তি যদি ইসলামসহ যে কোনো ধর্মের প্রতি অবমাননা করার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা ও আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
Comments