নাটোরে ফসলের সাথে শত্রুতা থানায় অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে রোপা আমন ধানের জমিতে বিষ দিয়ে নষ্ট করে দিয়েছে প্রায় দুই বিঘার ফসল। গতরাতের উপজেলার কান্দাইল বিলে কোন এক সময় এই ঘটনা ঘটে।এ বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, গত ৫০ বছর আগে উপজেলার জোয়াড়ী বাজারের মৃত মনির উদ্দিন এই জমিটি ক্রয় করে চাষাবাদ করে আসছিলেন কিন্তু ২০১২ সালে জমির রেকর্ড মুলে এসে জবর দখল করে একই এলাকার খলিল, জলিল, আলিমুদ্দিন। তারা তৎকালিন আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে জোর করে গত ১০ বছর ধরে চাষাবাদ করছিলেন।
গত ৫ আগষ্টে সরকারের পট পরিবর্তনের পরে মৃত মনির উদ্দিনের ছেলে হাকিম উদ্দিন আবার সেই জমি দখল করে চাষাবাদ শুরু করে। গত ১ বছরে এই জমিতে ভুট্টা, ধনিয়া চাষ করলে সেগুলোও রাতের আধারে একই কায়দায় কীটনাশক স্প্রে করে নষ্ট করে দেয়।
এ ঘটনায় বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Comments