দূর্গোৎসবে চাঁদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও উপহার বিতরণ

চাঁদপুরে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প ও উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর রোববার সকালে শহরের পুরানবাজার দাসপাড়াস্থ শ্রী শ্রী শিবমন্দির প্রাঙ্গনে এই আয়োজন হয়।
এতে শীব মন্দির কমিটির উপদেষ্টা গোপাল সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেপাল সাহার নেপাল সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রকিব উদ্দিন,পৌর প্রশাসক গোলাম জাকারিয়া,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, পৌর পুজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকারসহ স্থানীয়রা।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শতাধিক লোকের হাতে উপহার তুলে দেয়া হয় এবং ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়।
Comments