বরগুনায় বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপন

বরগুনায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বিশ্ব পর্যটন দিবস-২০২৫। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে অনুষ্ঠিত হয় "বরগুনা জেলার পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা" শীর্ষক সেমিনার। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, বিএনপির সাবেক সহসভাপতি এজেডএম সালেহ ফারুক এবং বরগুনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরগুনা জেলা পর্যটন উদ্যোক্তা কমিটির সভাপতি ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ।
Comments