আওয়ামীলীগ আগামীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে নাঃ সারজিস আলম

আওয়ামীলীগ আগামীতে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম৷ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এনসিপি'র সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটি'র সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, 'ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। ভারতের আশীর্বাদপুষ্ট হয়ে বাংলাদেশ কেউ ক্ষমতায় আসতে পারবে না। কোনো রাজনৈতিক দলকে ছোট করে, টিটকারি করে যাঁরাই করেছে আগামীর বাংলাদেশে তাদের পরিণতি ভালো হবে না। আগামীতে এই বাংলাদেশে যারা ২৪শের অভ্যুত্থানে হাজারো মানুষকে খুন করেছে সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামীলীগ আগামীতে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা সেই প্রক্রিয়ার দিকে যাচ্ছি। এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক দল হিসেবে তাদের বিচার হবে এবং দল হিসেবে তাদের নিষিদ্ধ করতে হবে। '
সারজিস আলম আরও বলেন, 'দৃশ্যমান বিচার এবং গণপরিষদের মাধ্যমে বাংলাদেশে আমরা যে সংবিধান চাচ্ছি এই বিষয়গুলোতে আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের শক্ত অবস্থান বজায় না রাখি তাহলে জনগণ মনে করবে আমরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছি। আমরা বিশ্বাস করি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না।'
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব ও অঞ্চল তত্ত্বাবধায়ক প্রীতম দাশ। সভায় সভাপতিত্ব করেন এনসিপির সুনামগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন)।
Comments