চাঁদপুরে ইয়াবা নিয়ে ঢুকতে যেয়ে আটক রোহিঙ্গা যুবক

যুব সমাজকে খারাপ করতে নিজের প্যান্টের পকেটে করে ১৫৩০ পিস ইয়াবা নিয়ে চাঁদপুর নৌ থানা পুলিশের হাতে আটক হন রোহিঙ্গা যুবক। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নৌ থানার ওসি ইকবাল।
তিনি জানান, রোহিঙ্গা ওই যুবকের নাম নুরুল আমিন(২৬)। সে কক্সবাজারের উখিয়া থেকে চাঁদপুরে ইয়াবা ঢুকাতে এসেছিলো। তাকে লঞ্চঘাট হতে আটকের পর মাদক মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৬ হাজার টাকা।
চাঁদপুর নৌ থানার এস আই আবুল হাশেম বলেন, লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ ২নং পল্টুনের উপর ওই রোহিঙ্গা যুবক নূরুল আমিনকে সন্দেহজনক চলাফেরা করতে দেখি। পরে গোপন তথ্যে তার কাছে মাদক থাকার কথা জেনে তল্লাশীকালে ইয়াবা পাই। মূলত তার প্যান্টের বাম পকেট থেকে কালো কস্টিব মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়ার পর জব্দ করি।
সোমবার রাত আনুমানিক ১২টার ওই অভিযানকালে চাঁদপুর নৌ থানার কন্সটেবল বিপ্লব ও খালেদ উপস্থিত ছিলেন।
Comments