চাঁদপুরের ২২৪টি দূর্গা পূজো মন্ডপের প্রতীমা তৈরির স্থানগুলোতে টহল দিচ্ছে র্যাব

মহালয়ার পর থেকেই চাঁদপুর জেলার ২২৪টি দূর্গাপূজা মন্ডপের নিরাপত্তায় সার্বিক টহল জোরদারের কথা জানিয়েছেন র্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শহরের কালীবাড়ি মন্দিরের পূজো মন্ডপ ও প্রতীমা তৈরির স্থান পরিদর্শনকালে তিনি গণমাধ্যমকর্মীদের এ কথা জানিয়েছেন।
মেজর সাদমান ইবনে আলম বলেন, গেল বছরের চেয়ে এ বছর আরও ভালোভাবে যাতে সনাতনীরা দূর্গোৎসবটি সম্পন্ন করতে পারে সেজন্য র্যাব-১১ থেকে তাৎক্ষনিক সংবাদ পেতে ১টি কন্ট্রোল টিম খোলা হয়েছে। এছাড়া আমাদের ২টি টিম সার্বক্ষণিক টহলে থাকবে এবং একটি স্ট্রাইকিং ফোর্স রেডি থাকবে ও সাদা পোশাকে র্যাব মাঠে থাকবে। ইতিমধ্যেই প্রতিটি পূজা মন্ডপের দায়িত্বশীলদের যোগাযোগের নাম্বার আমরা সংগ্রহ করেছি এবং তাদেরকেও আমাদের গুরুত্বপূর্ণ নাম্বার সরবরাহ করেছি। যাতে করে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমাদেরকে দ্রুত ঘটনার সংবাদ সবাই দিতে পারে এবং আমরাও তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছাতে পারি।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এখন আমরা পূজা মন্ডপের প্রতীমা তৈরির স্থানগুলো টার্গেট করে টহল চালাচ্ছি। প্রতীমা স্থাপনের পর পূজা মন্ডপ ও দূর্গম স্থানগুলো চিহ্নিত করে টহলসহ অন্যান্য কাজ চালাবো। পঞ্চমী থেকে দশমীর দূর্গাপূজোর বিসর্জন পর্যন্ত প্রতিদিন দুপুর হতে ভোর পর্যন্ত সময়কে গুরুত্ব দিয়ে আমরা মাঠে থাকছি। আশা করছি সবাইকে সাথে নিয়ে খুব সুন্দরভাবেই এবারের দূর্গোৎসব সম্পন্ন করতে দিতে আমরা পারবো এবং এক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহায়তাও আমরা প্রত্যাশা করছি।
এসময় চাঁদপুর কালীবাড়ি পূজা উদযাপন পরিষদের সদস্য তমাল ভৌমিক দূর্গা দেবীর প্রতীমা তৈরির মাটির কাজ শেষ ও দ্রুত রংয়ের কাজ শুরুর কথা জানিয়ে র্যাবকে পূজো মন্ডপ ঘুরিয়ে দেখান এবং নিজেদের প্রস্তুতি সম্পর্কে জানান। এ সময় চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়,যুগ্ম আহ্বায়ক শ্যামল সরকার,চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষণ চন্দ্র সূত্রধরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments