২৬ মামলার আসামী ব্রাহ্মণবাড়িয়ায় আটক

২৬ মামলার পলাতক আসামি ব্রাহ্মণবাড়িয়ার কুখ্যাত টিকেট কালোবাজারি মো: আব্দুল হাকিম (৫০) কে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কালোবাজারি মো: আব্দুল হাকিমকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে ২৬টি মামলা রয়েছে। এসব মামলার পলাতক আসামী হিসেবে তাকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হয়। আসামী মো: আব্দুল হাকিম বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশের হাজতে রয়েছে। তাকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ত রেলস্টেশন হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। ব্রাহ্মণবাড়িয়ার বিধ্বস্ত ও বেহাল মহাসড়কের কারণে ঢাকা, সিলেট, বা চট্টগ্রাম অভিমুখী যাতায়াতে একমাত্র রেলই ব্রাহ্মণবাড়িয়াবাসীর ভরসা। তবে মো: আব্দুল হাকিমের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকেট কালোবাজারি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে অনলাইনে টিকেট উন্মুক্ত করা মাত্রই বিভিন্ন মানুষের আইডি ব্যবহার করে টিকেট কেটে ফেলে কালোবাজারীরা, যা পরে কয়েকগুণ বেশি দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করে। এর ফলে সাধারণ যাত্রীরা ন্যায্যমূল্য কাউন্টার ও অনলাইন থেকে টিকেট কাটার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। মো: আব্দুল হাকিম কে গ্রেফতার করায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী সাধারণ। তারা টিকেট কালাবাজারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
Comments