চাঁদপুরে সরকারি চাল মজুদ ও বিক্রির অভিযোগে বিএনপি নেতার জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ করা ও বিক্রির অপরাধে এক দোকান মালিককে তিন মাসের কারাদণ্ড এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারি কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে উপজেলা প্রশাসনের অভিযানে ৩০ কেজি ওজনের মোট ৯২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।
অভিযানে দোকান মালিক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারীর সম্পৃক্ততা উঠে আসে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া তাকে উপজেলা কার্যালয়ে ডেকে এনে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অন্যদিকে দোকান মালিক সাইফুলকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে 'খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২৩' অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া বলেন, "সরকারি চাল অবৈধভাবে মজুদ করার অপরাধে একজনকে তিন মাসের কারাদণ্ড ও আরেকজনকে জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত চাল জব্দ করে খাদ্য বিভাগে হস্তান্তর করা হয়েছে।"
Comments