পিরোজপুরে হোটেল ও গার্মেন্টসসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়মের দায়ে জরিমানা

পিরোজপুরের নেছারাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়মের দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
এ সময় উপজেলার মিয়ারহাট বন্দরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কবির হোটেলকে ১০ হাজার টাকা, মহসিন সু স্টোরকে ৫ হাজার টাকা এবং ঝিলিক গার্মেন্টসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোক্তার অধিকার নিশ্চিতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Comments