সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্বোধন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের মল্লিকপুর এলাকায় অবস্থিত (নতুন বাসস্ট্যান্ড) এই টার্মিনালের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধনের পর দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নতুন এই টার্মিনালটি প্রতিদিনের হাজার হাজার যাত্রীর যাতায়াতকে আরও সহজ ও আরামদায়ক করবে। একইসাথে সড়কে যানজট তুলনামূলকভাবে কমে আসবে বলে আশা করা যাচ্ছে।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমরা দায়িত্ব নেওয়ার ১ বছরের মধ্যে প্রকল্প গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন শেষ হয়েছে। আমরা জানি যে এই শহরের জন্য যতটুকু বড় বাস টার্মিনাল প্রয়োজন সেই রকম হয়নি। তবে, আমরা ৮৮ লাখ টাকায় এই প্রকল্পটি বাস্তবায়ন করেছি। এতোদিন পর্যন্ত পৌরসভার মধ্যে বাস গুলো যত্রতত্র ভাবে পার্কিং করে রাখা হতো। এতে পৌরসভার নাগরিকদের যেমন কষ্ট হতো তেমনি বাসের মালিক-শ্রমিকদেরও নানান অসুবিধাজনক অবস্থায় পড়তে হয়েছে।
তিনি বলেন, আশার কথা হচ্ছে যে এই অল্প সময়ের মধ্যে আমরা টার্মিনালটি ব্যবহারের উপযোগী করতে সক্ষম হয়েছে। তবে, এই বাস টার্মিনাল ভবিষ্যতে আরও উন্নত হবে, আমাদের পরিকল্পনা আছে, আমরা প্রস্তাব প্রেরণ করেছি। পরিশেষে আমরা মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি এই কারণে যে এই বিশাল একটি বাস টার্মিনাল আমরা খুব অল্প সময়ের মধ্যে করতে পেরেছি। এটি বাস্তবায়ন হওয়ার কারণ কিছুটা হলেও দুর্ভোগ কমবে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, পাবলিক প্রসিকিউটর মল্লিক মঈন উদ্দিন সোহেল, এডভোকেট শেরেনুর আলী, জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা পরিষদের তত্ত্বাবধানে ২০২৪-২৫ অর্থবছরের অধীনে ৮৮ লাখ ৪ হাজার ২১৪ টাকা ব্যয়ে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। এর নির্মাণ কাজ করেছে মেসার্স রুহান এন্টারপ্রাইজ।
Comments