কোনোভাবেই নির্বাচন বন্ধ করতে পারবেন না: জয়নুল আবেদীন

বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেছেন, একটি দুটি দল আছে তারা এই নির্বাচনকে ভন্ডল করার জন্য তাদের সাধ্যমত চেষ্টা করছে, আমি বলি যত চেষ্টাই করেন না কেন তারেক রহমানের সাথে লন্ডনে বসে সরকাী প্রধান ওয়াদা করে এসেছেন। আগামী রমজানের পূর্বে ইনশাআল্লাহ বাংলাদেশের নির্বাচন হবে কোনভাবেই নির্বাচন বন্ধ করতে পারবেন না।
তিনি বলেন ওই পিআর টিয়ার ভুলে যান। নির্বাচনের পথে আসেন, যে দেশের মানুষকে বাঁচান। দেশের সম্পদ বাঁচান। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। এখন সেই ভোট দিতে হবে আগামীর ফেব্রুয়ারি মাসেই।
সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরীর ফজলুল হক এ্যাভিনিউ এলাকায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বরিশাল মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির আয়োজনে সমাবেশে তিনি প্রধান উপদেষ্টা কে উদ্দেশ্য করে বলেন, এখনো সময় আছে নির্বাচনের ব্যবস্থা করুন। এদেশের জনগণ যদি জেগে ওঠে আপনি কোন অবস্থাতেই পালাতে পারবেন না। ফ্যাসিস্ট যেভাবে পালাতে পারে নাই আপনিও সেভাবে পালাতে পারবেন না।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ শুচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নেতাকর্মীরা মহানগরী, জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকে। বিকেলের পর পরই পুরো সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এসময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড দেখা যায়।
সমাবেশ শেষে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে বণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বরিশালের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজিত সমাবেশে বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন শিকদার ও আবুল কালাম শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান, উত্তর জেলা বিএনপি'র সভাপতি সাবেক এমপি মেজবাহউদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, আবু নাছের মোহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে দিনটিকে কেন্দ্র করে নানা আয়োজন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
আজ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এদিকে দিনটিকে কেন্দ্র করে পৃথক পৃথক র্যালি বের হয়। র্যালি গুলো নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন।
এছাড়াও নগরীর বটতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন মহানগরের সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ।
এ সময় বক্তারা বলেন নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী কনতে সকল নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।
Comments