বিএনপি সৃষ্টি না হলে এ দেশ রক্ষা করা কঠিন হতো: শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর সোমবার সকালে হাইমচরের আলগী বাজারে আনন্দ শোভাযাত্রায় বিএনপির নেতাকর্মীরা মিলিত হতে দেখা যায়।
আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হলেও, দেশে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক সহ মব সন্ত্রাস করে দেশকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে কিছু দুষ্কৃতিকারী, তাদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন, হাইমচরে কোন ধরনের ভূমিদস্যু, চাঁদাবাদ, সন্ত্রাস, মাদক থাকবে না। আপনারা নিজ নিজ এলাকায় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। বিএনপি নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমিদখল করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। সকল নেতাকর্মীকে শপথের মাধ্যমে চাঁদাবাদ সন্ত্রাস ও মাদক মুক্ত থেকে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার আহবান করছি। আমরা সবাই নেতা সবাই কর্মী, জনগণের সেবক হিসেবে সেবা করে যেতে চাই।
তিনি আরো বলেন, ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর যদি বাংলাদেশ জাতীয়বাদী দল সৃষ্টি না হলে এ দেশ রক্ষা করা কঠিন হতো, যা আমরা এখন উপলব্ধি করছি।
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী সভাপতিত্বে শোভাযাত্রাটিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আলগী বাজারে মিলিত হয়।
আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি মোঃ খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল প্রমুখ।
Comments