বরিশালে মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

বরিশালে শুরু হয়েছে জেলার সাংবাদিকদের নিয়ে ৩ দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)'র আয়োজনে বরিশাল সার্কিট হাউজ সভা কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু'র সভাপতিত্বে অতিথি ছিলেন, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুল আলম ফরিদ, দৈনিক ইনকিলাব পত্রিকার বিশেষ প্রতিনিধি নাসিমুল আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, বরিশাল প্রেসক্লাব সহ সভাপতি হুমায়ুন কবির, সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন ও রিসোর্সপার্সন নাজিয়া আফরিন মনামী।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বরিশাল জেলার বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
Comments