ফরিদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননী

ফরিদপুরের নগরকান্দায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে এক সন্তানের জননী বিয়ের দাবিতে তার কথিত প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন। ওই নারী (২৫), যিনি নগরকান্দা পৌর এলাকার বাসিন্দা, গত রোববার (৩১ আগস্ট) সকাল থেকে অভিযুক্ত যুবক হাসিবুল শেখের (২১) বাড়িতে অবস্থান করছেন। হাসিবুল ওই উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামের বাসিন্দা।
অনশনকারী নারীর অভিযোগ, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে হাসিবুলের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হাসিবুলের প্রলোভনে তিনি তার প্রথম স্বামীকে তালাক দেন। এখন বিয়ের কথা বললে হাসিবুল টালবাহানা করছেন এবং তাকে এড়িয়ে চলছেন।
তিনি আরও বলেন, "হাসিবুল আমাকে বিয়ে না করলে আমার জীবন শেষ হয়ে যাবে।"
এদিকে, অভিযুক্ত হাসিবুল ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার বাবা হাবিবুর রহমান হবি শেখ জানান যে তার ছেলে বখাটে এবং তার সঙ্গে ওই নারীর কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন।
এ বিষয়ে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, যেহেতু উভয়ই প্রাপ্তবয়স্ক, তাই বিষয়টি পারিবারিকভাবে সমাধান করাই উত্তম। তবে, আইনগত সহায়তা চাইলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
Comments