শেরপুরে ১৯ মামলার আসামিসহ চারজনকে গ্রেপ্তার ও মদ জব্দ

শেরপুরের ঝিনাইগাতীতে সাংবাদিককে পিটিয়ে আহত করার মামলার প্রধান আসামীসহ পৃথক অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল রাতে উপজেলার সীমান্তঘেঁষা সন্ধ্যাকুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল সন্ধ্যাকুড়া এলাকায় পৃথক অভিযান চালায়। এসমঢ মাদক সম্রাট রাসেল মিয়াকে গ্রেপ্তার করে এবং তার বাড়ির খাটের নিচ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল মদ জব্দ করে।
অপরদিকে, একই এলাকার রাসেলের সহযোগী সাকিব, সেলিম, শাহাদাত ও আরমানকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে আরও ২৫ বোতল মদ ও একটি অটোরিকশা জব্দ করা হয়।
রাসেলের বিরুদ্ধে ঝিনাইগাতী উপজেলার দৈনিক ইত্তেফাকের সাংবাদিক খোরশেদ আলমের ওপর হামলা চালিয়ে আহত করা ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা চলমান রয়েছে।
Comments